রোমাঞ্চকর অ্যাশেজ: স্টোকসকে থামিয়ে লর্ডসে অস্ট্রেলিয়ার জয়

0

অ্যাশেজের প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও হলো রোমাঞ্চকর লড়াই। পঞ্চম দিনে ম্যাচের ভাগ্য দুলতে থাকল পেন্ডুলামের মতো। এক পর্যায়ে দেড় শতাধিক রানের ইনিংসে ম্যাচ প্রায় জিতিয়েই দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু চূড়ান্ত নাটকীয়তা শেষে লর্ডসে ইংল্যান্ডের ‘বাজবল’ ব্যর্থ করে দিয়ে ৪৩ রানের নাটকীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

দলকে আরও একটি স্মরণীয় জয় এনে দিতে পারলেন না স্টোকস। বরং টানা দুই জয়ে প্যাট কামিন্সের বাহিনী সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

জস হ্যাজেলউডকে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হয়ে চলতি টেস্টে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি মিস করেন বেন ডাকেট। তার ১১২ বলে ৮৩ রানের ইনিংসে ছিল ৯টি চার। প্রথম ইনিংসে তিনি ৯৮ রানে আউট হয়েছিলেন। এরপর অদ্ভুতভাবে স্টাম্পড আউট হয়ে যান জনি বেয়ারস্টো (১০)।

বল ডেড হওয়ার আগেই তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। এই সুযোগে স্টাম্প ভেঙে দেন কিপার অ্যালেক্স ক্যারি।

ক্যামেরন গ্রিনকে পরপর তিনটি ছক্কা মেরে ১৪২ বলে টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। পেস তারকা স্টুয়ার্ট ব্রডের সঙ্গে সপ্তম উইকেটে স্টোকসের ১০৮ রানের জুটিতে জয় দেখছিল ইংল্যান্ড। কিন্তু সব আশা শেষ হয়ে যায় স্টোকসের বিদায়ে।

হ্যাজেলউডের বলে তিনি ধরা পড়েন অ্যালেক্স ক্যারির গ্লাভসে। এভাবেই শেষ হয় ২১৪ বলে ৯ চার ৯ ছক্কায় গড়া স্টোকসের ১৫৫ রানের ইনিংস। ওলি রবিনসনকে (১) ফেরান প্যাট কামিন্স। এরপর জশ টং (১৯) আর জেমস অ্যান্ডারসন (৩) কিছুক্ষণ লড়াই করেন। মিচেল স্টার্কের বলে জশ টংয়ের স্টাম্প উড়ে গেলে জয়ের আনন্দে মেতে ওঠে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড অল আউট হয় ৩২৭ রানে। অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড তিনটি করে উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন ক্যামেরন গ্রিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here