‘রোবট আর্মি’ নিয়ন্ত্রণে রাখতে বিশাল পারিশ্রমিক চান মাস্ক

0
‘রোবট আর্মি’ নিয়ন্ত্রণে রাখতে বিশাল পারিশ্রমিক চান মাস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বলেছেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স বিভাগে তার প্রভাব বজায় রাখতে তিনি এক ট্রিলিয়ন ডলারের (প্রায় ১০০০ বিলিয়ন ডলার) পারিশ্রমিক প্যাকেজ চান। এর মধ্যে টেসলার মানবসদৃশ রোবট প্রকল্প অপ্টিমাসও রয়েছে।

টেসলার তৃতীয় প্রান্তিকের আয় সংক্রান্ত আলোচনায় মাস্ক বলেন, বিষয়টি টাকা-পয়সার নয়; বরং টেসলার ভবিষ্যৎ রোবট আর্মির ওপর তার কতটা নিয়ন্ত্রণ থাকবে, সেটিই আসল প্রশ্ন।

তিনি বলেন, যদি আমরা এই রোবট আর্মি তৈরি করি, তাহলে অন্তত এর ওপর আমার শক্ত প্রভাব থাকা দরকার। সরাসরি নিয়ন্ত্রণ না হলেও প্রভাব থাকা প্রয়োজন। কারণ প্রভাব না থাকলে আমি এই রোবট সেনার নেতৃত্ব দিতে স্বস্তি বোধ করব না।

গত সেপ্টেম্বর টেসলার পরিচালনা পর্ষদ এই এক ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিকল্পনা প্রস্তাব করে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১০ বছরে কোম্পানি নির্দিষ্ট কিছু কর্মক্ষমতার লক্ষ্য অর্জন করতে পারলে মাস্ক ১২ ধাপে ৪২৩ মিলিয়নেরও বেশি নতুন শেয়ার পাবেন। বর্তমানে তিনি টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে শ্রমিক ইউনিয়ন ও করপোরেট নীতিমালা পর্যবেক্ষণ সংস্থাগুলো। তারা ‘টেসলা জনগণের হাতে ফিরিয়ে দাও’ নামের একটি আন্দোলন শুরু করেছে।

আলোচনায় মাস্ক আরও বলেন, রোবট প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় মৌলিক পরিবর্তন আনবে। তার ভাষায়, টেসলার রোবট একদিন এমন এক পৃথিবী গড়ে তুলবে, যেখানে দারিদ্র্য থাকবে না এবং সবাই উন্নত চিকিৎসা সেবার নাগাল পাবে। মাস্ক ‘অপ্টিমাস’ প্রকল্পকে টেসলার জন্য অসীম অর্থ উপার্জনের উৎস বলেও উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here