রোনালদো জুনিয়রের দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের

0

ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো আর কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চড়াবেন না, তবে তার উত্তরসূরি রোনালদো জুনিয়রকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকেই নজর কাড়ায় পর্তুগিজ কিংবদন্তির ছেলে এখন ইউনাইটেড স্কাউটদের সরাসরি নজরে।

সম্প্রতি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় রোনাল্দো জুনিয়রের। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল না পেলেও তার খেলার ধরন ও স্কিল মুগ্ধ করেছে বিশেষজ্ঞদের। ঠিক বাবার মতোই মাঠে ছিল আত্মবিশ্বাস, গতি আর বল কন্ট্রোলে দারুণ দখল।

ওই ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটরা। একবার নয়, আগেও রোনালদোর দ্বিতীয়বার ম্যানইউয়ে ফেরার সময় থেকেই তাদের নজরে ছিল রোনালদো জুনিয়র।

তবে ইউনাইটেডের জন্য লড়াইটা সহজ নয়। বরুসিয়া ডর্টমুন্ডসহ বুন্দেসলিগার বেশ কিছু ক্লাব ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে তরুণ এই ফরোয়ার্ডকে নিয়ে। মাত্র ১৫ বছর বয়সেই ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের রাডারে উঠে আসা রোনালদো জুনিয়রের জন্য নিঃসন্দেহে বড় এক অর্জন।

ছেলের অভিষেক ঘিরে খুশি বাবা রোনাল্দো নিজেও। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘পর্তুগালের হয়ে অভিষেকের জন্য শুভেচ্ছা। আমি তোমায় নিয়ে গর্বিত।’

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল এরপর গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে, যেখানে রোনালদো জুনিয়রেরও খেলার কথা রয়েছে।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখন থেকেই তার উত্থান ফুটবল ইতিহাসের অন্যতম রূপকথা হয়ে আছে। এবার দেখার বিষয়, বাবার সেই পথ অনুসরণ করে কি ইউনাইটেডের জার্সি গায়ে দেন রোনালদো জুনিয়র?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here