কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে সোমবার (১১ ডিসেম্বর) রাতে আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো স্পর্শ করেছেন ৫০তম গোলের মাইলফলক। রোনালদো ছাড়াও নাসরের হয়ে গোল করেছেন সেকো ফোফানা, সাদিও মানে, আব্দুলরাহমান ঘারিব ও মোহাম্মদ মারান।
সোমবার আল শাবারের বিপক্ষে করা রোনালদোর গোলটিও ছিল চোখ ধাঁধানো। ম্যাচের ৭৪তম মিনিটে বাঁ প্রান্তে আক্রমণে উঠে ওতাভিওকে পাস দিয়ে রোনালদো দ্রুত ঢুকে পড়েন ডি-বক্সে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ওতাভিও বল পাস দেন সিআরসেভেনকে। বল দখলে নিয়ে জোরালো শটে পর্তুগিজ তারকা আল শাবাবের জাল কাঁপান। তাতে তিনি চলতি বছর ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করে নেন। এর মধ্যে ৪০ গোল আল নাসরের হয়ে আর বাকি ১০ গোল পর্তুগালের জার্সিতে।
৯০ মিনিটে ব্যবধান কমান শাবাবের মিডফিল্ডার হাত্তান বাহেবরি। যোগ করা সময়ে শাবাবের জাল কাঁপিয়ে নাসরের জয়ের ব্যবধানটা ৫-২ করেন সৌদি আরবের ২২ বছর বয়সী ফরোয়ার্ডার মারান। বড় জয়ে কিংস কাপের সেমিফাইনালে পা রাখে রোনালদোরা। তাতে ১৯৯০ সালের পর আবারও আসরটিতে শিরোপা জয়ের স্বপ্নও টিকে রইলো আল নাসরের।