রোনালদোর ‘হাজারতম’ ম্যাচ; আল নাসরের জয়

0

সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে খেলতে গিয়ে গেল মৌসুমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার রাতে জেতালেন দলকেও। ক্লাব ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলতে নামা রোনালদোর একমাত্র গোলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ফেইহাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

ম্যাচে প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পান রোনালদো। তবে কাজে লাগাতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে দারুণ এক গোল করলেন পর্তুগিজ তারকা। সেটিই গড়ে দিল ব্যবধান। আল ফায়হাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আল নাসর।

এই ম্যাচের মধ্যে দিয়ে ইউরোপ ও এশিয়ার ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ১ হাজার ম্যাচ খেলে ফেললেন রোনালদো। যার মধ্যে সবচেয়ে বেশি ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।

এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬, জুভেন্টাসের হয়ে ১৩৪, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ও আল নাসরের হয়ে ৫১ ম্যাচ খেলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here