রিয়াল মাদ্রিদে ২০১৩ সালে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫৯টি গোল করেন তিনি। রিয়ালের হয়ে এবার রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপে।
শনিবার লা লিগার ম্যাচে ১০ জনের সেভিয়াকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল। পেনালটি থেকে দলের জয়সূচক গোলটি এন দেন এমবাপে। এর মাধ্যমে ২০২৫ সালে মোট ৫৯টি গোল করেন তিনি। একই সঙ্গে নিজের আদর্শ ফুটবলারের রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন।
তবে রেকর্ডে ভাগ বসালেও রোনালদোর সঙ্গে নিজেকে তুলনা করতে একেবারেই নারাজ এমবাপে। তিনি বলেছেন, ‘রোনালদো যা যা করেছে, সেগুলো অবিশ্বাস্য। রোনালদো আমার আদর্শ। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা।’
এমবাপে আরও বলেন, রোনালদোর নজির ছুঁয়ে সম্মানিত বোধ করছি। নিজের জন্মদিনে এমন একটা নজির ছুঁতে পেরে খুব ভাল লাগছে। রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, আবার জন্মদিনে রিয়ালের হয়ে খেলতে পেরেছি। ব্যাপারটা আমার কাছে আরও বিশেষ হয়ে গেছে।’
এদিকে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপে পেনাল্টির মাধ্যমে দলের জয় এনে দিলেও তাকে সেরা ফর্মে দেখা যায়নি। প্রতিপক্ষের রক্ষণের কাছে বার বার আটকে গিয়েছেন। মেজাজও হারিয়েছেন কয়েকবার।

