সৌদি প্রো লিগে চাপ কাটিয়ে গোল করে আল নাসরকে জিতিয়ে মাঠ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল করলেন ‘সিআর সেভেন’।
শুক্রবার আল আহলির বিপক্ষে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ০-১ গোলে।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে দলকে গোল এনে দেন রোনালদো।
যদিও ৪২তম মিনিটে সতীর্থ সাদিও মানের থ্রু পাস ধরে দারুণ এক গোল করেছিলেন ‘সিআর সেভেন’। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর দেখে অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়।
এ নিয়ে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল করলেন ‘সিআর সেভেন’।
এ জয়ের পরও প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরেই থাকল আল নাসর। ২৪ ম্যাচে তার সংগ্রহ ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে।