ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে মঙ্গলবার (২৪ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারি ক্লাব আল দুহাইলের বিপক্ষে ৪-৩ গোলে জিতল আল নাসের
রিয়াদে দুহাইলের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসের। নাসর ৩-০ গোলের লিড পেলেও দুহাইল ব্যবধান ৩-২ করে ফেলে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়। কিন্তু রোনালদোর দারুণ এক গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।
৬৩ মিনিটে প্রথম গোল হজম করে আল নাসের। চার মিনিট পর আবারও একই ঘটনা। মিনিট দশেক পর রোনালদো গোল করলে নাসেরের পক্ষে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। ৮৫ মিনিটে আরেকটি গোল করে দুহাইল। শেষ পর্যন্ত আর কেউ গোল না পাওয়ায় জয় নিশ্চিত হয় নাসেরের।