সৌদি প্রো লিগে শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে আল-তাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আল-নাসরের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে আল-নাসর। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইতিহাদের সঙ্গে আল-নাসরের পয়েন্ট ব্যবধান দাঁড়াল ৩।
মঙ্গলবার রাতে প্রিন্স আব্দুল আজিজ বিন মুসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা আল নাসর অবশ্য প্রথমার্ধে পায়নি কোনো গোলের দেখা। আল-তাইয়ের সঙ্গে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য এগিয়ে যায় আল নাসর। ৪৮তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন আল নাসরের ফুটবলার। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুলেননি পর্তুগিজ তারকা রোনালদো।
২৭ ম্যাচ শেষে আল-ইতিহাদের পয়েন্ট এখন ৬৩। সমান ম্যাচে আল-নাসরের পয়েন্ট ৬০। লিগে এখনো ম্যাচ বাকি ৩টি।