রোনালদোর গোলে সেমিফাইনালে আল নাসর

0

হেডে গোল করে দলকে নিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। এবার সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই বাঁ পায়ের দারুণ গোলে আল নাসরকে নিয়ে গেলেন আরব ক্লাব কাপের সেমিফাইনালে।

রোনালদোর পর আরো দুই গোল পায় আাল নাসর। মরক্কোর ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় রোনালদোর দল।

১৮ মিনিটে রোনালদোর বাঁ পায়ে জোরালো শটে বল জালে জড়ান। এর দশ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন সুলতান আল গাননাম। আর ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সেকো ফোপানা। বিরতির পর অবশ্য কোনো গোলের দেখা পায়নি আল নাসর। উল্টো এক গোল হজম করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here