সৌদি প্রো লিগে দারুণ সময় পার করছে আল নাসর। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে আল তাইকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে টানা ষষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর।
আল তাইয়ের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন তালিসকা। প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় নাসর। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে আল তাই। ৭৯ মিনিটে মিসিডান গোল করে দলকে সমতায় ফেরান।