রোনালদোদের কোচ হচ্ছেন মরিনহো?

0

আল নাসেরের কোচ রুদি গার্সিয়া বরখাস্ত হয়েছেন। বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে সৌদি প্রো লিগের ক্লাবটি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে রোনালদোদের কোচ হিসেবে আসতে পারেন হোসে মরিনহো।

আল নাসের খুব করে চেষ্টা করছে হোসে মরিনহোকে নিয়ে আসতে। আবার কি তাহলে মরিনহো ও রোনালদো একসঙ্গে কাজ করবেন? সেটা অবশ্য সময়ই বলে দেবে।

গার্সিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বিষয়ে এক বিবৃতিতে আল নাসের জানায়, ‘আল নাসেরের বোর্ড ও অন্যান্যরা ঐক্যমতে পৌঁছে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা রুদি ও তার স্টাফদের কাজের জন্য ধন্যবাদ দিতে চাই।’

গার্সিয়ার সঙ্গে রোনালদো একটি ছবি দিয়ে লিখেন, ‘আপনার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছিলাম। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।’

গার্সিয়ার তত্ত্বাবধানে জানুয়ারিতে সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদের কাছে হার মানে আল নাসের। এরপর আল ইত্তিহাদ, আল হিলাল ও আল শাবাবের মতো প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপক্ষে লিগে একটিও জায় পায়নি আল নাসের।

সবশেষ গেল রবিবার অপেক্ষাকৃত দুর্বল দল আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ের পর খেলোয়াড়দের সমালোচনা করেন কোচ গার্সিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here