ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের এখন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙ্গে ইউরোপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন পিএসজি সুপার স্টার মেসি।
লিগ ওয়ানে নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এ জয়ের দিনে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এতে ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল। আর গোলেই রোনালদোকে পেছনে ফেললেন মেসি।