রোনালদোকে সম্মান জানাবে লিসবন

0

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে পদক দিয়ে সম্মান জানাবে লিসবন সিটি। পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই ফুটবল তারকা মাদেইয়া দ্বীপে জন্ম ও বেড়ে উঠার পর ১৯৯৭ সালে ১২ বছর বয়সে একা লিসবনে আসেন এবং লিসবন ক্লাব স্পোর্টিং-এর একাডেমিতে যোগ দেন।

বৃহস্পতিবার লিসবন শহরের পক্ষ থেকে পর্তুগিজ তারকাকে সম্মনিত করার ঘোষণা দেওয়া হয়েছে। তাকে পদক দিয়ে সম্মানিত করার ঘোষণা দিয়ে শহর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ২০০৩ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ‘তাৎক্ষনিকভাবে (লিসবনের) ইতিহাসে যুক্ত হয়ে পড়েছেন’ তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here