ভিন্ন এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে গিনেজ বুকের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিক এখন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
মঙ্গলবার টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। যেখানে দেখা যায়, সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে এক নম্বরে রয়েছেন মেসি। তার চেয়ে একটি কম রেকর্ড গড়ে দুইয়ে রোনালদো। এই তালিকার তিনে লেভানদোভস্কি, চারে এমবাপ্পে ও পাঁচে নেইমার জুনিয়র।
গত বছর কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন ইউরোপের জায়ান্ট ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।