রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিকে মারধরের শিকার ডাক্তার

0
রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিকে মারধরের শিকার ডাক্তার

নোয়াখালীর মাইজদীর একটি ক্লিনিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম।  হামলার ভিডিও গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।  

এ ঘটনায় ডা. শরিফুল নিজে বাদী হয়ে সুধারাম থানায় ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

নোয়াখালী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, গত ২৬ নভেম্বর ডা. মুজিবুল হকের ক্লিনিকে এক গৃহবধূর নাক ও গলার অপারেশন করা হয়। রোগী অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে শনিবার আবার ক্লিনিকে আনা হলেও তার আগেই অন্য একটি হাসপাতালে নারীটি মারা যান।

এ ঘটনার পর মৃত রোগীর স্বজনরা ডা. মুজিবুল হকের ক্লিনিকে এসে উত্তেজনা সৃষ্টি করেন। পরিস্থিতি শান্ত করতে ড্যাবের একটি প্রতিনিধি দল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় ডা. শরিফুল পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে কয়েকজন তাকে মারধর ও হামলা চালায়।

হামলায় আহত ডা. শরিফুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে অবস্থান নিয়েছে।

অন্যদিকে, মৃত রোগীর স্বজনেরা দাবি করেছেন, ডা. মুজিবুল হকের ভুল চিকিৎসার কারণেই রোগীর মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here