রোকেয়ার জন্মভিটায় মুগ্ধতা ছড়াচ্ছে রসুনগন্ধী বেগুনি

0
রোকেয়ার জন্মভিটায় মুগ্ধতা ছড়াচ্ছে রসুনগন্ধী বেগুনি

ঋতুচক্রের পথ পরিক্রমায় প্রকৃতির কাগজে কলমে শীতকাল শুরু হতে বেশ কয়েকদিন বাকি রয়েছে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের পড়ন্ত  বিকেলে রংপুরের মিঠাপুকুর পায়রাবন্দে রোকেয়ার জন্মভিটা সংলগ্ন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের অতিথিশালার সামনের বাগানে আইভি জামানের গড়া রোকেয়ার ভাস্কর্যের পেছনে বেগুনি রঙের ফুলের মুগ্ধতায় মুগ্ধ হতে দেখা গেল আগত দর্শনার্থীদের। 

ফুলটির নাম রসুনগন্ধী। হেমন্তের এই শেষ সময়টায় ফুলে ফুলে ছেয়ে যায় পুরো গাছ। নীলচে বেগুনি ফুল আর কলিতে চোখ জুড়িয়ে যায়। একটু বৃষ্টি পেলেই এই গাছ ফুল দেয়। হেমন্ত ছাড়া বছরে আরও দু-একবার ফুলটি ফুটে থাকে। 

কলম ও শেকড় থেকে গজানো চারার মাধ্যমেই বংশবৃদ্ধি ঘটে। আজকাল শখ করে অনেকেই বাড়ির সীমানা প্রাচীরে লাগিয়ে থাকেন ক্রান্তীয় আমেরিকায় জন্ম নেয়া এই রসুনগন্ধী ফুল গাছটি।

ফুলটি নিয়ে আলাপ হলো বাংলা একাডেমির সহপরিচালক এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্নার সাথে। তিনি জানান, ফুলটিকে ‘রসুন্দি’ বা নীল লতাপারুলও বলা হয়। পাতা থেকে রসুনের গন্ধ পাওয়া যায় বলে ইংরেজি নাম গার্লিক ভাইন। গাছটি লতানো, চিরসবুজ, শক্ত, দীর্ঘ ও ঝোপালো হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here