নিজের দেশ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে খুব করে চেয়েছিলেন বিশ্বকাপটা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতেই উঠুক। এবার মেসি-পত্নি আন্তোনেল্লা রোকুজ্জোর মাধ্যমে মেসির কাছে সেই বার্তাই পৌঁছে দিলেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।
ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে দিয়ে সে বার্তা মেসির কাছে পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছেন কেলি। ইনস্টাগ্রামে রোকুজ্জোর সঙ্গে একটি ছবি পোস্ট করে বিস্তারিত লেখেন পেলে কন্যা।
তিনি আরও বলেছেন ‘ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হারে, তখনই বাবার অবস্থা খুব খারাপ ছিল। সবাই চেয়েছিল ব্রাজিল আমার বাবার জন্য কাপ জিতুক। তবে ব্রাজিলের বিদায়ের পর যারাই হাসপাতালে আসতেন, তারা জিজ্ঞেস করতেন, “কী খবর পেলে, এখন কী চাও?” তিনি সরলভাবে উত্তর দিতেন, এটা মেসির চাওয়া।’
কেলি আরও লিখেছেন, ‘ফাইনাল দেখার মতো অবস্থা তার আর ছিল না। তবে তিনি বুঝতে পেরেছিলেন আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে। তিনি খুশি হয়েছিলেন।’
সূত্র: হোলা