জামালপুর রেলওয়ে পুলিশের সহযোগিতায় জামালপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সন্তান জন্ম দিয়েছেন এক মা। রেলওয়ে পুলিশের নারী ও শিশু হেল্প ডেক্সের পুলিশ সদস্যদের সহযোগিতায় শুক্রবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে শাহ জামাল।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলজার হোসেন জানান, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার স্টেশনগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে স্বামী ও দুই সন্তানসহ বাড়ি ফিরছিলেন ঢাকায় বিডি ফুডে কর্মরত অন্তঃসত্ত্বা সীমা বেগম (২৮)। ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আসলে সীমা বেগমের প্রচণ্ড প্রসব বেদনা শুরু হয়। পরে ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছলে বিষয়টি রেলওয়ে থানার ওসি গোলজার হোসেনের নজরে আসে। এ সময় তিনি তার থানার নারী ও শিশু হেল্প ডেক্সের পুলিশ সদস্যদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা সীমা বেগমকে ট্রেন থেকে নিচে নামিয়ে আনেন। সীমা বেগমের অবস্থার অবনতি হলে কাপড় দিয়ে প্ল্যাটফর্মে একটি আবদ্ধ কক্ষ তৈরি করেন পুলিশ সদস্যরা। সেখানেই একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। এ ঘটনায় পুরো থানা ও প্ল্যাটফর্ম এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রেলওয়ে প্লাটফর্মে জন্ম নেয়া ওই শিশুর নামকরণ করা হয় জামালপুরের নাম অনুসারে শাহ্জামাল। এ সময় রেলওয়ে থানার ওসি প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।