রেলওয়ের ২০০ পিস কাঠের পুরাতন স্লিপার চুরি করে নেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের নুরুল আলম সুকানির পুত্র মো. সোহেল (৩৩) ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার আরামকাঠি গ্রামের সেকান্দার আলীর পুত্র আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির চীফ ইন্সপেক্টর এসআই মো. আবু সুফিয়ান ভূইয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আখাউড়া থানায় মামলা করেছেন। মামলায় আখাউড়া রেলওয়ে জংশনের অবসরপ্রাপ্ত এসএসএই/ওয়ে মনিরুল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন থেকে ট্রাকে করে স্লিপার লোড করার সময় ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।
অভিযুক্ত এসএসএই/ওয়ে মনিরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ খন্দকার জসীম উদ্দিন বলেন, আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে।