ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া (৩০), বাবুল মিয়া (৬০), সবুজ খন্দকার (৩৫), আমজাদ হোসেন (৩০), আব্দুর রউফ (৪৪), সোহাগ খান (৩০), এমদাদুল ইসলাম ভূইয়া (৫০), মো. রবিউল (৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া (৬০), ফুল মিয়া (৬৮), ফখরুল মিয়া (৪৫) ও মো. ইমরান (৪৮)।