রেমিট্যান্স পাঠানোর দিনই গ্রাহকের হিসাবে জমা দেওয়ার নির্দেশ

0
রেমিট্যান্স পাঠানোর দিনই গ্রাহকের হিসাবে জমা দেওয়ার নির্দেশ

বিদেশ থেকে পাঠানো প্রবাসী রেমিট্যান্স একইদিন বা পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া অর্থ পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

রেমিট্যান্স নিষ্পত্তি দ্রুত করতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) কিংবা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু যাচাই বা নথিপত্র বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে, যা পরে সম্পন্ন করা হবে। তবে যেখানে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেখানে যাচাই শেষে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রক্রিয়া আরও কার্যকর করতে দিনের শেষে ‘নস্ট্রো’ হিসাবের ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফারমেশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রিকনসিলিয়েশন প্রক্রিয়া ৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।

সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা বাড়াতে ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করে ফরম ‘সি’ ও ফরম ‘সি (আইসিটি)’-সংক্রান্ত প্রয়োজনীয়তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

ব্যবসায়িক মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রক্রিয়াকরণ ব্যবস্থা বৈশ্বিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। যদিও রূপান্তরকালীন সময়ে কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জ থাকতে পারে বলে মত দিয়েছেন ব্যাংকাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here