রেমিট্যান্স অধ্যুষিত ফেনী এবার ধনী জেলার তালিকায়

0

দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পল্টন। অন্যদিকে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, আর জেলা হিসেবে মাদারীপুর সবচেয়ে দরিদ্র। এদিকে ধনী জেলার তালিকায় নাম উঠেছে শীর্ষে থাকা নোয়াখালীর পাশের জেলা ফেনীও।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ এ এসব তথ্য উঠে এসেছে। 

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, বিভাগীয় দারিদ্র্যের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্য রয়েছে, আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫ দশমিক ০২ শতাংশ।

যেখানে জেলাভিত্তিক ৬.১ শতাংশ দারিদ্র্য সীমার নিচে থেকে শীর্ষ ধনী জেলা হিসেবে রয়েছে নোয়াখালী, ধারাবাহিক অনুযায়ী ৮.৬ শতাংশ, ৯.৮ শতাংশ, ১০.২ শতাংশ ও ১০.৫ শতাংশ দারিদ্র্য সীমার নিচে রয়েছে ঢাকা, মেহেরপুর, খুলনা ও ফেনী।

ঢাকা চট্টগ্রামের নাভি ক্ষ্যাত ছোট্ট জেলা ফেনী। ১৮ লাখের জনপদের মধ্যে প্রায় ১০ শতাংশ মানুষই প্রবাসী। এছাড়া ব্যবসা, বাণিজ্য, চাকরি, শিক্ষাঙ্গনসহ নানাবিধ দিকে এই জেলার মানুষ এগিয়ে। দেশে রেমিট্যান্স আসা জেলাগুলোর মধ্যেও শীর্ষ স্থানগুলোতে অবস্থান ফেনীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here