‘রেমাল’ তাণ্ডবে খুলনার ৬ পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

0

ঘূর্নিঝড় রেমালের তাণ্ডবে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও রূপসার ছয়টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। দমকা বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। 

সোমবার (২৭ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সোমবার ভোরে জোয়ারের পানির তীব্র চাপে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরচর, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। এছাড়া দাকোপের তিলডাঙা ইউনিয়নে কামিনীবাসিয়া পুরাতন স্লুইসগেট ও পাইকগাছা দেলুটি ইউনিয়নে তেলিগাতিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here