পাল্টা আক্রমণে বল নিয়ে দৌড় দিলেন কিলিয়ান এমবাপে। তাকে থামাতে পেছনে থেকে মারাত্মক ট্যাকেল করলেন কার্লোস রোমেরো। পড়ে গিয়ে কয়েকটি ডিগবাজি খেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। ভয়াবহ এমন চ্যালেঞ্জের পর এস্পানিওল ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
সিদ্ধান্তটি মোটেও পছন্দ হয়নি কার্লো আনচেলত্তির। রোমেরোকে লাল কার্ড না দেখানোরও কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না রিয়াল কোচ। ম্যাচ শেষে তাই তার কণ্ঠে ঝরল ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
আনচেলত্তির মতে, ম্যাচের ৬১তম মিনিটে রোমেরোর ওই ট্যাকেলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতেন এমবাপে। বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড চোট পেলে তা রিয়ালের জন্য হতো বড় ধাক্কা। তবে গুরুতর কিছু না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আনচেলত্তি।
এমবাপে ফাউল করা রোমেরোই পরে গড়ে দেন ব্যবধান। ৮৫ মিনিটে তার দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এস্পানিওল। ম্যাচ শেষে সব মিলিয়েই তাই রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন আনচেলত্তি।
তিনি বলেন, “ফাউল ব্যাখ্যাতীত, রেফারি ও ভিএআর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাও তাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়ের যত্ন নেওয়া এবং তাকে রক্ষা করা। এটা খুব বাজে ট্যাকল ছিল, যাতে চোটের ঝুঁকি ছিল। সৌভাগ্যক্রমে তেমন কিছু ঘটেনি।”
সেই ট্যাকেলটি যে বাজে ছিল, মেনে নিয়েছেন রোমেরোও। এর জন্য এমবাপের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি বলেন, “আমি জানতাম যে, দৌড়ের মধ্যে থাকা এমবাপেকে থামানো অসম্ভব। তাকে থামানোর জন্য যা করার সেটাই আমি করেছি। চ্যালেঞ্জটি কিছুটা বাজে ছিল। আমার নিজেরই ভালো লাগেনি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।”