রেডিও ক্যাপিটালে ফাগুন ভালোবাসা উৎসব

0

কোকিলের মিষ্টি সুরের কুহুতানে মুখরিত প্রকৃতি। গাছে গাছে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পত্রপল্লবে শোভিত হয়েছে বৃক্ষরাজি। কোকিলের সুরের সাথে নতুন সাজে প্রকৃতির সাজসজ্জায় জানান দিয়েছে ঋতুরাজের আগমনী বার্তা। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এখন দারুণ মাস, আমি জানি তুমি আসিবে না ফিরে মিটিবে না পিয়াস- কবির বিরহমালায় গাঁথা সুর যেন পাখির কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। আগুনঝরা ফাগুনের উচ্ছাসের সাথে ভালোবাসার রঙে আগামী বুধবার ফাগুনমিশ্রিত ভালোবাসায় মেতে উঠবে সারাদেশ। 

ফাগুন রাঙা দিবসের সাথে ভালোবাসা দিবস উদযাপনে দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান ক্যাপিটাল এফএম ৯৪.৮ এই প্রথমবারের বর্ণালী বসন্তের সাথে ভালোবাসার উন্মাদনায় মেতে উঠবে। বসন্ত ও ভালোবাসা দিবসের এমন সুষমামন্ডিত শৈল্পিক কর্মযজ্ঞে দিনব্যাপী বই উৎসবের আয়োজন করছে ক্যাপিটাল এফএম ৯৪.৮। এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক ও শোবিজ অঙ্গনের তারকারা। 

রাত ৯টা পর্যন্ত এই আয়োজন শুনতে পাবেন ৯৪.৮ এফএম-এ। আর ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করা যাবে www.radiocapital.fm। গুগোল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে রেডিও ক্যাপিটাল ৯৪.৮ অ্যাপটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here