রেঞ্জের ফটোশুটে পলাশ-ফারিয়া

0

ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন সবাই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষ্যে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগত মানের পোশাক। 

ঈদকে সামনে রেখে এবার রেঞ্জের ফটোশুটে অংশ নেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা। সম্প্রতি রেঞ্জের পোশাকের ফটোশুটে অংশ নেন পলাশ ও ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তাদের কাবিলা-অন্তরা চরিত্রে দেখা যায়। 

লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, খুব বেশি কাজ করি না। অনেক বেছে বেছ কাজ করছি। রেঞ্জের ড্রেসগুলো অনেক সুন্দর। ডিজাইন এবং মানের দিন দিয়ে অসাধারণ। যে কারণেই কাজটি করা। 

রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম জানান, এবারের ঈদে নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি। এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি বাচ্চাদের জন্যেও এক্সক্লুসিভ সব পোশাক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here