রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে অষ্টম শ্রেণিতে বঞ্চিত শিক্ষার্থীরা

0

২০২২ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। বাদ পড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধে এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নির্ধারিত ব্যাংকে এ অর্থ জমা দেওয়া যাবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান ২০২২ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বলে আবেদন করেছে। ফলে সকল বাদ পড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৩ সালে ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here