রেখার যে কথায় কাঁদলেন অমিতাভ!

0

দুই দশক পেরিয়ে গেলেও এখনও আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। যেখানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সাওয়াল-জবাবের মুখোমুখি হয়ে নাকানিচোবানি খেতে হয়েছে বহু বলিউড তারকাকেও। তবে এবারের ঘটনা পুরোই ভিন্ন! সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চেই বিগ বিকে আবেগপ্রবণ করে দিয়েছেন রেখা পান্ডে নামের এক প্রতিযোগী।

পিংক ভিলার প্রতিবেদন অনুযায়ী, রেখা পান্ডে অমিতাভপুত্র অভিষেক বচ্চনের জন্য উপহার নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, বিগ বির হাতে তা তুলে দিয়ে তাকে বলতে শোনা যায়, “আমি আপনার ছেলের খুব বড় ভক্ত। এটা আমার প্রিয় অভিষেক স্যরের জন্য। ওকে আমার খুব পছন্দ। অভিনেতা হিসেবে তিনি দারুণ। আমি আমার গোটা জীবনে অভিষেকের মতো আদর্শবাণ ছেলে দেখেনি…।”

সেকথাই আবারও অমিতাভকে মনে করিয়ে দেন রেখা পাণ্ডে নামে ওই মহিলা প্রতিযোগী। যা শুনে অমিতাভ আবেগপ্রবণ হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here