উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইউরোপে তীব্র দাবদাহ বইছে। অনেক অঞ্চলে তাপ প্রবাহের নতুন নতুন রেকর্ডও নথিবদ্ধ করা হয়েছে।
শঙ্কা করা হচ্ছে গ্রিস, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া ও তুরস্কের মতো শীত প্রধান দেশগুলোর অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যেতে পারে।
এরইমধ্যে ইতালিতে তীব্র দাবদাহে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। জানা যায়, ওই ব্যক্তি জেব্রাক্রসিংয়ে রঙ করার সময় অতিরিক্ত তাপের কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি হাসপাতালে মারা গেছেন।
এছাড়াও ইতালিতে দাবদাহের কারণে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও অসুস্থ হয়ে পড়েছেন।
২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপের তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ে গত বছর দাবদাহজনিত কারণে ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে চলতি দাবদাহে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।