ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো দা গামার আক্রমণভাগের তরুণ প্রতিভা রায়ানকে দলে টানতে বড় অঙ্কের বিনিয়োগের পথে হাঁটছে প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথ। ১৯ বছর বয়সী এই রাইট উইঙ্গারকে নিতে প্রায় ৩ কোটি ৬ লাখ পাউন্ডের চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইংলিশ ক্লাবটি।
রায়ানের প্রতি প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব আগ্রহ দেখালেও, নিজের ক্যারিয়ার উন্নয়নের জন্য ইংল্যান্ডে খেলতে আগ্রহী এই ব্রাজিলিয়ান তরুণ। ইতোমধ্যে তিনি বোর্নমাউথের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
গত সপ্তাহে প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বোর্নমাউথ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ঘানার তারকা উইঙ্গার অ্যান্টনি সেমেনিও। তাঁর বিদায়ের পর আক্রমণভাগের শূন্যতা পূরণে রায়ানকেই সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছে বোর্নমাউথ।
চুক্তিটি চূড়ান্ত হলে এটি হবে বোর্নমাউথের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে ২০২৪ সালে পোর্তো থেকে স্ট্রাইকার এভানিলসনকে দলে টানতে ক্লাবটি খরচ করেছিল ৩ কোটি ২০ লাখ পাউন্ড।
ভাস্কো দা গামার একাডেমি থেকে উঠে আসা রায়ান ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০২৩ সালে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ভাস্কোর হয়ে ৯৯ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ৩৪ ম্যাচে ১৪।
চলমান গ্রীষ্মকালীন দলবদলে ইতোমধ্যে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার এলেক্স টথকে ১ কোটি ৪ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বোর্নমাউথ। পাশাপাশি লাৎসিওর গোলকিপার ক্রিস্টোস ম্যান্ডাসের সঙ্গেও চুক্তির পথে রয়েছে তারা।

