রেকর্ড গড়ে ১৭ বারের চ্যাম্পিয়ন জন সিনা

0

রেসলমেনিয়া ৪১-এর মূল ইভেন্টে ইতিহাস গড়লেন জনপ্রিয় হলিউড অভিনেতা ও রেসলার জন সিনা । কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে হলেন ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সর্বোচ্চ ১৭ বার বিশ্বচ্যাম্পিয়ন। মূলত হলিউডের অন্যতম জনপ্রিয় র‍্যাপার ট্রাভিস স্কট এর হস্তক্ষেপে এ জয় পায় সিনা।

জন সিনা শুধু রিংয়ের সুপারস্টারই নন, হলিউডেও একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দ্য সুইসাইড স্কোয়াড এবং পিসমেকার।

সম্প্রতি জন সিনা তার চেনা নায়কসুলভ ইমেজ ছেড়ে এক ‘খল চরিত্র’ বা নেতিবাচক ভূমিকায় ফিরেছেন। সেই রূপেই দেখা গেল তাকে বেশ নিষ্ঠুরভাবে আক্রমণ করতে। অপরদিকে সদ্য পরাজিত চ্যাম্পিয়ন কোডি রোডস বর্তমানে এই স্ক্রিপ্টেড রেসলিং কোম্পানির ফেস বা মূল নায়ক হিসেবে ম্যাচটিতে লড়াই করেন।

ম্যাচের শেষদিকে জন সিনা কোডিকে ঠেলে দেন খোলা টার্নবাকলের দিকে। তখন রেফারি কোডির অবস্থা যাচাই করছিলেন। এই সুযোগে রিংসাইডে হাজির হন ট্রাভিস স্কট। যিনি আগে থেকেই জন সিনা ও দ্য রকের এর সঙ্গে জোট বাঁধা অবস্থায় ছিলেন। তিনি রেফারিকে বিভ্রান্ত করেন। আর সেই ফাঁকে সিনা কোডিকে লো ব্লো মারেন এবং শিরোপার বেল্ট দিয়ে কোডির মুখে আঘাত করেন।

এরপর কোডিকে পিন করে জয় নিশ্চিত করেন জন সিনা। দর্শকরা তখন উল্লাস আর অসন্তোষে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ম্যাচটিতে ছিল একদিকে রেকর্ড গড়ার আনন্দ, অন্যদিকে ম্যাচের নৈতিকতা নিয়ে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here