রেকর্ড গড়ে যা বললেন রোনালদো

0
রেকর্ড গড়ে যা বললেন রোনালদো

বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যোগ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ড নিজের করে নেওয়া, এবারও তার ব্যতিক্রম হয়নি।

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে গড়েছেন নতুন এক রেকর্ড। বাছাইপর্বের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি।

এর আগে গুয়াতেমালার কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস রুইজ-এর করা ৩৯ গোল ছিল শীর্ষে। আগের ম্যাচেই রোনালদো রুইজের রেকর্ড স্পর্শ করেছিলেন। আর হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৪১ গোল করে পেছনে ফেলেছেন তাকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে রোনালদো বলেন, ‘জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা কারও অজানা নয়। তাই পর্তুগালের হয়ে এই অনন্য মাইলফলক অর্জন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’

এই রেকর্ডের মাধ্যমে আবারও নিজেকে ফুটবলের অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তার প্রতিটি ম্যাচ যেন ইতিহাস গড়ার আরেকটি মঞ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here