রেকর্ড গড়েও হতাশ জংওয়ে

0

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের সবকটিতেই হেরেছে সিকান্দার রাজার দল। গতকাল মিরপুরে জিম্বাবুয়ে দল হেরেছে ৫ রানের ব্যবধানে। ম্যাচ শেষে জিম্বাবুয়ের হয়ে সংবাদ সম্মেলনে আসেন লুক জংওয়ে।

গতকালের ম্যাচে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন জংওয়ে। তবে নিজের এমন অর্জনেও খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না এই পেসার। তিনি বলেন, ‘প্রথমত আমি এই ব্যাপারটা জানতাম না। যখন আপনি ভালো করবেন তখন স্বাভাবিকভাবে জয়ী দলের পক্ষে থাকতে চাইবেন কিন্তু সেটা হয়নি আজ। দিনশেষে এটা (রেকর্ড) কোনো ব্যাপার না।’

জংওয়ে অবশ্য হারের দায় নিজের কাঁধে নিচ্ছেন, ‘ম্যাচে এমনটা ঘটেই। আমরা খুব সম্ভবত সারারাত চিন্তা করব ঐটা যদি ছয় হতো তাহলে কী হতো! কিন্ত ক্রিকেটে যদি, কিন্তু বলে লাভ নেই। দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে হারের দায় আমি আমার কাঁধেই নিচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here