রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ

0

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। প্রথম উইকেট ৩৮ রানের জুটি গড়ে। তবে বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে মুহূর্তের মধ্যেই দিশাহারা হয়ে পড়ে প্রতিপক্ষরা।

দুজনের স্পিনবিষে ৯৩ রানেই অলআউট হয়। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন চানিদা সুত্তিরুয়াং। প্রতিপক্ষের উইকেট দুজনে ভাগাভাগি করে নেন। 

এতে প্রথমবারের মতো ক্যারিয়ারে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফাহিমা ও সুমনা।

অফস্পিনার সুমনার ৭ রানের বিপরীতে ২১ রান খরচ করেছেন লেগস্পিনার ফাহিমা। ফাহিমার আগের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৩৮ রানে ৩ উইকেট। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে আজই প্রথমবারের মতো উইকেটও পেয়েছেন ৭ বছর পর এই সংস্করণে ম্যাচ খেলতে নামা সুমনা।

ফাহিমা-সুমনার কীর্তির আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। সেটিও আবার রেকর্ড গড়ে।

৭৮ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি পাওয়া ফারজানা হক পিংকির। ২০২৩ সালে ১৫৬ বলে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৮০ বলে ১০১ রানের ইনিংসটি সাজান ১৫ চার ও ১ ছক্কায়। 

জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ থেকে গেছে শারমিনের। ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তার। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৫৩ রানের ইনিংস খেলেছেন ফারজানাও। এতে জ্যোতির সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে মিরপুরে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here