রেকর্ড গড়া ম্যাচে ৩০৪ রানে জিতলো জিম্বাবুয়ে

0

অধিনায়ক শন উইলিয়ামসের ১৭৪ রানের সুবাদে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে। 

যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে ব্যবধানে জয় জিম্বাবুয়ের। আর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি।

সেঞ্চুরির পর  ইনিংসের ৪৯তম ওভারে আউট হবার আগে ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন উইলিয়ামস। ১০১ বল খেলে ২১টি চার ও ৫টি ছক্কা মারেন জিম্বাবুয়ের দলপতি। এছাড়া সিকান্দার রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে ৪৭ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় রান জিম্বাবুয়ের।

জবাবে জিম্বাবুয়ের বোলারদের সামনে লড়াই করতে পারেনি যুক্তরাষ্ট্র। ২৫ দশমিক ১ ওভারে ১০৪ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অভিষেক পারাদকার। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা-রাজা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন উইলিয়ামস।

গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে খেলবে জিম্বাবুয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here