প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার একাই ধসিয়ে দিয়েছিলেন জাভিয়ের বার্টলেট। সব মিলিয়ে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তো হয়েছেনই, বার্টলেটের নাম উঠে যায় রেকর্ড বইয়েও। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগার তার। তবে বার্টলেটকে নিয়ে একটু বাড়তি সতর্কই থাকছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অভিষেকের পরের ম্যাচেই বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
বার্টলেটের চোট প্রবণতার কারণেই এই পথে হেঁটেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রামের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তৃতীয় ওয়ানডের জন্য বিকল্প হিসেবে পেসার স্পেনসার জনসনকেও রাখা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ওপেনার ট্রাভিস হেডকে বিশ্রাম দেওয়া হয়েছে।