রেকর্ডের পিছনে দৌড়াই না, রেকর্ডই আমার পিছনে দৌড়ায় : রোনালদো

0

আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচে ৩৪ ও ৩৫তম গোল করে সৌদি পেশাদার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 

নতুন এই রেকর্ডের পর ৩৯ বছর বয়সী পর্তুগিজ এই ফরোয়ার্ড ফেসবুকে লিখেছেন, ‘আমি রেকর্ডের পিছনে দৌড়াই না, রেকর্ডই আমার পিছনে দৌড়ায়।’

এর আগে ২০১৮-১৯ মৌসুমে এই আল নাসরের হয়ে সাবেক মরোক্কান স্ট্রাইকার আবদেরাজাক হামদাল্লাহ ৩৪ গোল করে রেকর্ডটি ধরে রেখেছিলেন। 

আল নাসর ইতোমধ্যেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করেছিল। চ্যাম্পিয়ন আল হিলালের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ১৪। 

২০২২ সালের ডিসেম্বরে রিয়াদ ভিত্তিক ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। এর মাধ্যমে সৌদি পেশাদার লিগে ইউরোপীয়ান ফুটবলের অন্য তারকাদের দরজা উন্মুক্ত হয়। 

২০১৬ ইউরো বিজয়ী পর্তুগালকে নেতৃত্ব দেওয়া রোনালদো আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট। 

পুরুষ ফুটবলে সর্বোচ্চ ২০৬টি আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ ১২৮ গোলের রেকর্ডও গড়েছেন রোনালদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here