রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে।

র‍্যাব জানায়, সাজিবুর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here