নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে টমটম উল্টে আল-আমিন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভৌমিকপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আফাজুল ইসলাম জানান, কাঞ্চন থেকে ঢালাইর কাজ শেষে ঢালাই মেশিনসহ টমটম যোগে বাড়ি যাওয়ার উদ্ধেশ্যে ভুলতা গাউছিয়ার দিকে যাচ্ছিল তারা। পথিমধ্যে মহাসড়কের কাঞ্চন চরপাড়া এলাকায় এলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমের নিচে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই টমটম যাত্রী নির্মাণ শ্রমিক আলআমিন নিহত হন। মরদেহ উদ্ধার করে ভুলতা ট্রাফিক ক্যাম্পে আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘাতক টমটমটি জব্দ এবং চালক সোহাগ মিয়াকে আটক করেছে।