নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্কশপের গ্রেন্ডিং মেশিনে কাটা পড়ে আব্দুল মতিন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের মার্কেটের মোশাররফ ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক আব্দুল মতিন চট্টগ্রাম জেলার ফটিক ছড়ি এলাকার মহসিন মিয়ায় ছেলে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত ) আতাউর রহমান জানান, উপজেলার বাগবের সিটি মার্কেটের মোশারফের ওয়ার্কশপে বিকালে যেকোনো এক সময় আব্দুল মতিন গ্রেন্ডিং মেশিনে কাটা পরেন। আশপাশের লোকজন এসে আব্দুল মতিনের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে কারখানা মালিক মোশারফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।