রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ২০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ হাজার দরিদ্র ও খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায়, রূপগঞ্জ সদর ইউনিয়ন, মুড়াপাড়া, ভোলাবো এবং দাউদপুর ইউনিয়নের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, মাংস, তেল, চিনি, সেমাই, আলু ও পিয়াজ। খাদ্য সামগ্রী ও টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, শফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়ালসহ আরও অনেক। এসময় রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতেই এই উদ্যোগ। গত দুই যুগ যাবত বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসব ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে রূপগঞ্জের মানুষের পাশে ছিল বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here