রূপগঞ্জে গাড়ি চাপায় ব্যবাসায়ী নিহত

0
রূপগঞ্জে গাড়ি চাপায় ব্যবাসায়ী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রোমান মিয়া (৩০) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।  রবিবার বিকেলে কাঞ্চন পৌরসভা এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত রোমান মিয়া রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।  ভুলতা এলাকায় কাজ শেষ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রোমান মিয়া।  পথে এশিয়ান হাইওয়ের নলপাথর এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি স্লিপ কেটে সড়কে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের মাঝখানে পড়েন।

এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয় মর্মে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here