রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন

0
রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবার এ হামলার ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহকারী চেরোনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার কোম্পানি চেরনিহিভোব্লেনেরর্গো।

হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। চেরোনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ এক্স-এ পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সোমবার রুশ বাহিনীর হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ নেই।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিবারই শীত আসার আগে ইউক্রেনের তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চেরনিহিভের বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানির প্রবাহ সচল রাখা হয়েছে এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। 

ইউক্রেন নিজেদের গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস তুলতে পারছে না রাশিয়ার হামলার কারণে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার এক বার্তায় বলেছেন, আসন্ন শীতে জনদুর্ভোগ লাঘব করতে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে ২০০ কোটি ডলারের তরল গ্যাস আমদানি করছে ইউক্রেন। তবে সোমবারের হামলার ব্যাপারে প্রতিক্রিয়া ও বিস্তারিত জানতে রয়টার্স রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও এ ব্যাপারে কথা বলতে চাননি কোনো কর্মকর্তা। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here