রাশিয়ার সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।
তবে যুদ্ধবিমানটিতে কতজন ক্রু ছিলেন-সেই সম্পর্কে মুখ খুলেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু বলা হয়েছে, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ইউক্রেন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল কি না- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।