ব্লগার ভ্লাদলেন তাতারস্কির নিহতের ঘটনায় সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে ২৬ বছর বয়সী নারী দারিয়া ত্রেপোভাকে দোষী সাব্যস্ত করেছে সেন্ট পিটার্সবার্গের একটি আদালত। তাকে ২৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে দেওয়া বক্তৃতার সময় ট্রেপোভা তাকে উপহার দিয়েছিলেন এমন একটি মূর্তির ভিতরে লুকানো বোমার আঘাতে তাতারস্কি নিহত হন।
বিচারককে তিনি বলেন, তিনি ইউক্রেনের এক ব্যক্তির আদেশে কাজ করছিলেন। বোমা হামলার কয়েক মাস আগে থেকেই সেই ব্যক্তি তাকে অর্থ এবং নির্দেশনা পাঠাচ্ছিলেন।
এছাড়া তার স্বামীর বন্ধুকে ১ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে পলায়নে সহায়তার জন্য। সূত্র: আল জাজিরা