রুশ বাহিনীর ওপর ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণ নিয়ে যা জানা যাচ্ছে

0

রুশ বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে ঠিক কখন এ হামলা শুরু হবে সেটি বলছে না তারা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কমিটিকে ইউরোপে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেন ভালো অবস্থানে রয়েছে। এই পাল্টা হামলা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।  তবে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ার পদাতিক বাহিনীর সদস্য সংখ্যা যুদ্ধ শুরুর সময়ের থেকে বৃহৎ বলেও মন্তব্য করেন এই মার্কিন জেনারেল। 

তবে ইউক্রেনীয়দের হুমকি সত্ত্বেও বাখমুতের বিভিন্ন অঞ্চল দখল অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন,‘আমরা যে কোনো মূল্যে এগিয়ে যাব, তাদের হামলা প্রতিহত করতে। শুধুমাত্র ইউক্রেনীয় সেনাবাহিনীকে পর্যদুস্ত করতে। 

ইউক্রেনের সেনা কর্মকর্তারা গত কয়েকদিন ধরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন। তারা জানিয়েছেন, যে কোনো মুহূর্তে এই আক্রমণ শুরু হতে পারে। আর এটি হবে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান।

ইউক্রেনীয়দের সম্ভাব্য পাল্টা আক্রমণ প্রতিহতে কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সেনারাও। যুদ্ধের যেসব সম্মুখভাগ রয়েছে সেসব স্থানে বর্তমানে রুশ বাহিনী আত্মরক্ষামূলক অবস্থানে চলে গেছে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here