রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে ক্ষেপণাস্ত্র অস্ত্র ভাণ্ডার ঘুরে দেখালেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।
রাশিয়ার প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে পিয়ংইয়ং। চীনের প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানিয়েছে কিমের দেশ।
হাওসং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অনেক অস্ত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও নিজেদের নকশা করা দুটি নতুন ড্রোনও প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।
পশ্চিমাদের অভিযোগ ইউক্রেন অভিযানে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র জাতীয় সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন কিম প্রশাসন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শোগুইর সাথে জাতীয় নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন।
সূত্র: বিবিসি