জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতে রুশ জ্বালানিখাতের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে বাইডেন প্রশাসন।
শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৮০টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও। বলা হয়েছে, জ্বালানির আয় থেকে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।
সূত্র : বিবিসি।