রাশিয়ার গোলার আঘাতে ইউক্রেনের ছয় বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত হয়েছেন। তারা দক্ষিণ খেরসন অঞ্চলে মাইনিং অপারেশনে নিয়োজিত ছিলেন। ইউক্রেনের জরুরি পরিষেবা শনিবার এই তথ্য জানিয়েছে।
জরুরি পরিষেবা, টেলিগ্রাম বার্তায় বলেছে, একজন নারী নার্সসহ ডিমাইনিং দলের অন্য দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। বর্তমান বাখমুত শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। সূত্র: প্রাভদা নিউজ